নিকাশি ব্যবস্থায় ত্রুটি, পরিদর্শনে কেজরিওয়াল

এলাকায় হু হু করে ঢুকছে যমুনার জল। জলমগ্ন হয়ে পড়েছে দিল্লির একাধিক এলাকা। রাজধানীর নিকাশি ব্যবস্থা ক্রমেই খারাপ হয়ে পড়ছে। পরিস্থিতি খতিয়ে দেখতে বিকাশ ভবনের কাছে পৌঁছলেন অরবিন্দ কেজরিওয়াল।

author-image
Ritika Das
New Update
kejriea.jpg

ফাইল চিত্র 

নিজস্ব সংবাদদাতা: বৃষ্টির জেরে বাড়ছে যমুনার জলস্তর। ফলে হু হু করে লোকালয়ে প্রবেশ করছে জল। এর মধ্যেই দিল্লিতে দেখা দিয়েছে তীব্র জলসংকট। একাধিক গেস্ট হাউস, ফ্ল্যাটে জল পাওয়া যাচ্ছে না। স্থানীয় প্রশাসন জানিয়েছে, জল সরবরাহের সমস্যা দেখা দিয়েছে। যে কারণে চরম সংকটে পড়েছে সাধারণ মানুষ। 

দিল্লির বিকাশ ভবনের কাছে একটি ড্রেন রেগুলেটর খারাপ হয়ে গিয়েছে। সেই স্থান পরিদর্শনে আসেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দিল্লির মন্ত্রী অতীশি ও সৌরভ ভরদ্বাজ।