‘দেশের বোনকে নিয়ে এমন মন্তব্য মানা যায় না’: দীপেন্দ্র সিং হুডা

দেশের ১৪০ কোটি মানুষের ভাই ও বোন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
dipendra hooda.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: কর্নেল সোফিয়া কুরেশি সম্পর্কে মধ্যপ্রদেশের মন্ত্রী কুনওয়ার বিজয় শাহের বক্তব্য নিয়ে সরগরম রাজ্য-রাজনীতি। এদিন এই বিষয়ে কংগ্রেস সাংসদ দীপেন্দ্র সিং হুডা বলেন, “সীমান্তে যারা সৈন্যরা ইউনিফর্ম পরে দাঁড়িয়ে আছেন তারা দেশের ভাই ও বোন। তারা কোনও নির্দিষ্ট সম্প্রদায়ের ভাই ও বোন নয়, দেশের ১৪০ কোটি মানুষের ভাই ও বোন। বিজেপির অবিলম্বে এই মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত কারণ এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক”।

congress mp dipendra hooda.JPG