পরিযায়ী পাখিদের রক্ষা করতে বাজিবিহীন দিওয়ালি উদযাপনের সিদ্ধান্ত

দূূষণের মাত্রা চারদিকে বাড়ছে। এই সময়েই দীপাবলির উদযাপন চলায় বাজির ব্যবহার কমানো উচিত। পরিযায়ী পাখিদের বাঁচাতে এই উদ্যোগ নেওয়া প্রয়োজন।

author-image
Adrita
New Update
f

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ তামিলনাড়ুর কোলকুদপট্টি গ্রামে কয়েক দশক ধরে নানা পরিযায়ী পাখির আনাগোনা শুরু হয়েছে। দীপাবলির সময়ে আমরা সকলেই কম বেশি বাজি পুড়িয়ে থাকি। এই কারণে পরিযায়ী পাখিদের নানা সমস্যার মধ্যে পড়তে হয়। সেই জন্য গ্রামবাসীরা বাজি বিহীন দীপাবলি পালনের সিদ্ধান্ত নিয়েছে। 

hiren

ভেটাংগুড়ি পাখি অভয়ারণ্য হল শীতকালীন পরিযায়ী পাখিদের একটি প্রাকৃতিক আবাসস্থল। যা সুইজারল্যান্ড, রাশিয়া, ইন্দোনেশিয়া এবং শ্রীলঙ্কা থেকে উড়ে আসে। অভয়ারণ্য প্রতি বছর ১৫,০০০ পাখি আকর্ষণ করে। এ বছর পাখির আগমন শুরু হয়েছে। অভয়ারণ্যটিকে প্রায় অর্ধশতাব্দী ধরে ২০০ প্রজাতির পরিযায়ী পাখির জন্য একটি নিরাপদ এবং সুরক্ষিত প্রজনন ক্ষেত্র হিসাবে বিবেচনা করা হয়েছে। 

hiring.jpg