/anm-bengali/media/media_files/Bifa9LCniQxkMd8TwtuH.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতাঃ গুজরাটের জুনাগড়ে একটি দোতলা ভবন ধসে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দুইজন শিশু এবং দুইজন প্রাপ্তবয়স্ক। উদ্ধার ও ত্রাণ তৎপরতা চলছে। ভবনটির ধ্বংসস্তূপের নিচে প্রায় ১০ থেকে ১২ জন আটকে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে দুপুর দেড়টার দিকে। এনডিআরএফ দল এবং স্থানীয় মানুষের সহায়তায় ত্রাণ ও উদ্ধার কাজ চালানো হচ্ছে।
ধারণা করা হচ্ছে, বৃষ্টির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন।
"The incident of building collapse in Junagadh is very tragic. I express my condolences to the relatives of the deceased who lost their lives in this tragedy. I pray to God for the peace of the souls of the deceased. The state government has announced Rs. 4 lakh help to the… pic.twitter.com/nv3fA1V64c
— ANI (@ANI) July 24, 2023
গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল বলেন, "জুনাগড়ে ভবন ধসের ঘটনা অত্যন্ত মর্মান্তিক। এই মর্মান্তিক ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের স্বজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমি মৃতদের আত্মার শান্তি কামনা করছি।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us