New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : আজ সকালে দিল্লির সিলামপুরে একটি গ্রাউন্ড-প্লাস-থ্রি (চারতলা) বিল্ডিং ধসে পড়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র দিল্লি জুড়ে। আর এবার পুলিশের দেওয়া সাম্প্রতিক তথ্য অনুযায়ী, এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে। এই বিষয়ে দিল্লি পুলিশ জানিয়েছে, ''এখনও উদ্ধার কাজ চলছে। ধ্বংসস্তূপের নিচেও কেউ কেউ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজে দমকল, এনডিআরএফ (NDRF) ও স্থানীয় পুলিশ যৌথভাবে কাজ করছে।'' এই দুর্ঘটনার ফলে আহত কয়েকজনকে ইতিমধ্যেই স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার কারণ খতিয়ে দেখছে প্রশাসন।
#UPDATE | Delhi: Death toll rises to 6 after a ground-plus-three building collapsed in Delhi's Seelampur, earlier today. The rescue operation is still ongoing, say Delhi Police https://t.co/xl0lLlldRA
— ANI (@ANI) July 12, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us