New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : গত দুই দিনের রেকর্ড বৃষ্টিপাতের কারণে জম্মুতে মৃতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে বেশিরভাগ মানুষ বৈষ্ণো দেবী তীর্থযাত্রার পথে যাওয়ার সময় ভূমিধসের শিকার হয়েছে। তবে আজ বুধবার বৃষ্টির তীব্রতা কিছুটা কমায় উদ্ধার ও ত্রাণের কাজ যথেষ্ট গতি পেয়েছে। গত দুদিনের ভারী বৃষ্টির ফলে উপত্যকার নদীগুলির জলস্তর উল্লেখযোগ্যভাবে বেড়েছে। শ্রীনগর ও অনন্তনাগে ঝিলাম নদী ইতিমধ্যেই বিপদসীমা অতিক্রম করেচে, যারফলে নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। শ্রীনগরের বেশ কিছু নিম্ন-অঞ্চল এবং অনন্তনাগের বন্যা-প্রবণ এলাকার সমস্ত বাসিন্দাদের ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/fFKZz90doRI0vHE3whyV.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us