/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: উত্তরাখণ্ডের হরিদ্বারে অবস্থিত বিখ্যাত মানসা দেবী মন্দিরে রোববার সকালে এক বিশাল জনসমাগমের মধ্যে হুড়োহুড়ির ঘটনায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনার খবর নিশ্চিত করেছেন গড়ওয়াল বিভাগের কমিশনার বিনয় শঙ্কর পাণ্ডে। তিনি বলেন, “এক বিশাল ভক্তসমাগমের মধ্যে হঠাৎ করে বিশৃঙ্খলা দেখা দিলে সেখানে পদদলিত হওয়ার ঘটনা ঘটে। ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আমি নিজে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। পুরো ঘটনার বিস্তারিত তথ্য অপেক্ষমাণ রয়েছে।” স্থানীয় প্রশাসনের প্রাথমিক তথ্য অনুযায়ী, সকাল থেকেই মন্দিরে ভক্তদের ভিড় ছিল অসাধারণ। শ্রাবণ মাসের রবিবার হওয়ায় হাজার হাজার মানুষ মানসা দেবীর দর্শনে আসেন। মন্দির চত্বরে প্রবেশের সময় হঠাৎ ধাক্কাধাক্কি শুরু হলে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান অনেকে। পদদলিত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান বেশ কয়েকজন ভক্ত। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং গুরুতর আহতদের হরিদ্বার জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে। এই ঘটনার পর মন্দির চত্বর এবং আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হরিদ্বারের এই দুর্ঘটনা নিয়ে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ও ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন রাজ্যবাসীর প্রতি। প্রশাসন দ্রুত তদন্ত শুরু করেছে এবং হুড়োহুড়ির কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার পরবর্তী বিস্তারিত তথ্য আসা মাত্র তা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন গড়ওয়াল কমিশনার বিনয় শঙ্কর পাণ্ডে।
Uttarakhand | 6 people dead in a stampede after a huge crowd gathered at the Mansa Devi temple in Haridwar. I am leaving for the spot. A detailed report of the incident is awaited: Garhwal Division Commissioner Vinay Shankar Pandey to ANI pic.twitter.com/nTLNf6DG9j
— ANI (@ANI) July 27, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us