New Update
/anm-bengali/media/media_files/26Ahee8ir5E43kmqKgbe.jpg)
নিজস্ব সংবাদদাতা: কেরালার একটি হাসপাতালে রোগীর ছুরিকাঘাতে ডাক্তার বন্দনা দাসের মৃত্যু হয়েছে। কেরালার কোল্লাম জেলার একটি হাসপাতালে এক রোগীর ড্রেসিং করার সময় তাকে ছুরিকাঘাত করা হয়। এই ঘটনার ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এবার ডাক্তার বন্দনা দাসের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ শুরু করছেন কংগ্রেসের মহিলা কর্মীরা। কেরালার তিরুবনন্তপুরমে বিক্ষোভ করেছেন তারা। অভিযুক্ত সন্দীপের কঠোর শাস্তির দাবি করেছেন কংগ্রেসের মহিলা কর্মীরা।
Kerala | Women workers of the Congress party held a protest in Thiruvananthapuram regarding the murder of Dr Vandana Das. pic.twitter.com/2O0JI8eK0r
— ANI (@ANI) May 16, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us