দীপাবলির বাজি বানাতে গিয়ে হারাতে হল প্রাণ! সতর্ক হন এখনই

আলোর উৎসবে বাজি ফাটবে না তাই কখনও হয়? বাজি কি নিজেই তৈরি করছেন? জানেন কি ঘটতে পারে বড়সড় বিপদ? এখনই সাবধান হন।

author-image
Pallabi Sanyal
New Update
aaa

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : সামনেই আলোর উৎসব দীপাবলি। বাড়িতেই চলছিল বাজি বানানোর প্রস্তুতি। আর তাতেই ঘটলো চরম বিপদ। দিল্লির ওয়েলকাম এলাকায় বাড়িতে আতশবাজি তৈরি করার চেষ্টা করার সময় বিস্ফোরণে প্রাণ হারালেন বছর ২১-এর এক যুবক। পুলিশ সূত্রে খবর, সম্ভবত,সালফার এবং পটাশ মিশিয়ে বাড়িতে আতশবাজি তৈরি করছিলেন নিহত যুবক। সেই সময় বিস্ফোরণ ঘটে যাওয়ায় ঘটে মৃত্যু।

প্রসঙ্গত, দিল্লিতে দূষণ পরিস্থিতি গুরুতর। এমতাবস্থায় দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই বলেছিলেন যে দিল্লিতে যে কোনও ধরণের আতশবাজি তৈরি, স্টোরেজ, বিক্রয়, অনলাইন ডেলিভারি এবং ফাটানো সম্পূর্ণ নিষিদ্ধ। সেই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে বাড়িতেই চলছিল বাজি তৈরি। আর তাতেই ঘটলো প্রাণহানির ঘটনা।