New Update
File Picture
নিজস্ব সংবাদদাতা: হিমাচল প্রদেশের মান্ডিতে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) থেকে ২ লক্ষ টাকা করে এককালীন অনুদান ঘোষণা করেছে প্রধানমন্ত্রী। এছাড়া, দুর্ঘটনায় আহত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হবে।
PMO-র বিবৃতিতে জানানো হয়েছে, দুর্ঘটনায় নিহতদের পরিবারকে সহমর্মিতা জানিয়ে এই অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় বহু প্রাণহানি ও আহতের খবর পাওয়া গেছে। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
PMO announces an ex-gratia of Rs. 2 lakh from PMNRF to the next of kin of each deceased in the bus accident in Mandi, Himachal Pradesh. The injured would be given Rs. 50,000. pic.twitter.com/AP8im4Za1n
— ANI (@ANI) July 24, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us