/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: আন্ধ্রপ্রদেশের অনমায়্যা জেলার পুল্লামপেট মন্ডলের রেড্ডিচেরুভু কাট্টা এলাকায় গতরাতে একটি আমবোঝাই লরি উল্টে যাওয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৯ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।
মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন ও দুর্ঘটনার কারণ সম্পর্কে খোঁজখবর নেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/EX6PpVHUeptA79jMw83V.jpg)
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার শিকার ব্যক্তিরা রাতের সময় রাজমপেট থেকে রেলওয়ে কোদুরু যাচ্ছিলেন, তখনই রেড্ডিচেরুভু কাট্টা এলাকায় লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে।
মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, আহতদের যেন উন্নত চিকিৎসা নিশ্চিত করা হয় এবং যেন কোনো ত্রুটি না থাকে। তিনি আরও জানান, রাজ্য সরকার নিহতদের পরিবারের পাশে আছে এবং তাদের জন্য সবরকম সহায়তা দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর কার্যালয় (CMO) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
এই দুর্ঘটনায় রাজ্যজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসনের তরফ থেকে তদন্ত শুরু করা হয়েছে দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণের জন্য।
a a s a a
Andhra Pradesh Chief Minister N Chandrababu Naidu expresses condolences after nine people lost their lives when a mango-laden lorry overturned near Reddicheruvu Katta, Pullampet mandal in the Annamayya district last night.
— ANI (@ANI) July 14, 2025
The Chief Minister inquired with officials about the…
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us