নিজস্ব সংবাদদাতা : আজ দিল্লির বিকাশপুরীতে একটি গাড়ির ভিতর থেকে, এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে দিল্লি পুলিশ। এই বিষয়ে পুলিশ সূত্রে জানা গেছে যে, আজ সন্ধ্যা ৬:৩০ নাগাদ বিকাশপুরী থানায় একটি পিসিআর (PCR) কল আসে, সেই ফোনকলে জানানো হয় যে পিভিআর (PVR) বিকাশপুরীর কাছে একটি গাড়ি গতকাল সন্ধ্যা থেকে একই জায়গায় পার্ক করে রাখা আছে। ওই গাড়ির দরজা খোলা ছিল ও সেখান থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে, ওই গাড়ির ভিতরে ৫৫ বছর বয়সী এক পুরুষের মৃতদেহ দেখতে পায়। পরে তদন্তে জানা যায় যে,মৃতের নাম রাকেশ কুমার, এবং তিনি চৌখণ্ডি এলাকার বাসিন্দা ছিলেন। পুলিশ জানিয়েছে, এই মৃতদেহে কোনও আঘাতের চিহ্ন নেই, এবংময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
/anm-bengali/media/media_files/rEeSGdB9YevgC0U2FUI1.jpg)