নিজস্ব সংবাদদাতা: শনিবার দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর মৃত্যুবার্ষিকী। এবার তাঁকে শ্রদ্ধা জ্ঞাপণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্যুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, "তাঁর মৃত্যুবার্ষিকীতে, আমি আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহরুর প্রতি শ্রদ্ধা জানাই"। উল্লেখ্য, আজ ইতিমধ্যেই দিল্লিতে জওহরলাল নেহেরুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইতিপূর্বেই শ্রদ্ধা জ্ঞাপণ করেছেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে, কেসি ভেনুগোপাল এবং রাহুল গান্ধী। দিল্লিতে জওহরলাল নেহেরুর স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপণ করেছেন তারা।