BREAKING: সিমেন্টভর্তি ট্রলি ব্যাগ থেকে উদ্ধার পচাগলা দেহ ! হাড়হিম করা ঘটনায় চক্ষু চড়কগাছ পুলিশের

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
Murder

নিজস্ব সংবাদদাতা : আজ ছত্তিশগড়ের রায়পুর শহরের, ডিডি নগর থানা এলাকায়,একটি সিমেন্ট ভর্তি ট্রলি ব্যাগের ভিতর থেকে,একটি  আংশিকভাবে পচাগলা একটি দেহ উদ্ধার করেছে পুলিশ। এই বিষয়ে রায়পুরের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) দৌলতরাম পোর্টে জানান, “একটি লোহার বাক্সের মধ্যে, কাপড়ের ট্রলি ব্যাগে একজন ব্যক্তিকে রেখে তার উপরে সিমেন্ট দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। এরপর এলাকায় দুর্গন্ধ ছড়াতে শুরু করলে, পুলিশে খবর দেওয়া হয়। এরপর ঘটনাস্থলে পৌঁছে ফরেনসিক ও পুলিশ দল তদন্ত শুরু করে।”

Murder

তিনি আরও বলেন, “মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, প্রায় ২ দিন আগে তার মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।” এই রহস্যজনক মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ বিভিন্ন দিক থেকে তদন্ত চালাচ্ছে এবং দেহটি কোথা থেকে এসেছে ও এই হত্যার মূল উদ্দেশ্য কী, তা খতিয়ে দেখছে।