রাত ৯টা থেকে সকাল ১২টা- ঘোষণা করা হল!

নিরাপত্তা নিয়ে সজাগ প্রশাসন।

author-image
Anusmita Bhattacharya
New Update
bakra

নিজস্ব সংবাদদাতা: দিল্লির উত্তর জেলার ডিসিপি রাজা বান্থিয়া কাল ঈদ উপলক্ষ্যে সুরক্ষা নিয়ে দিলেন বার্তা। তিনি বলেছেন, "আমরা আগামীকাল ঈদ উৎসবের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছি। আজ রাত ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত একটি সাধারণ টহলদারি আয়োজন করা হয়েছে। বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে। আগামীকাল যারা ঝামেলা তৈরি করতে পারে তাদের সকলকে আটক করা হচ্ছে। হোটেল এবং গেস্ট হাউসগুলিতেও তল্লাশি চালানো হচ্ছে"।

dcp1