BREAKING : সৈনিক হয়ে বাবার মৃত্যুর প্রতিশোধ নেব ! বড় দাবি করলো শহীদ কন্যা বর্তিকা

কি বললো শহীদ কন্যা বর্তিকা ?

author-image
Debjit Biswas
New Update
INDIA PAKISTAN

নিজস্ব সংবাদদাতা - সম্প্রতি যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে ভারত আর পাকিস্তানের মধ্যে। আর এইবার এই প্রসঙ্গে কথা বলতে গিয়েই এক বড় দাবি করে বসলো শহীদ সার্জেন্ট সুরেন্দ্র মোগার কন্যা বর্তিকা। প্রথমে নিজের পিতার প্রসঙ্গে সে বলে,''আমার গর্ব হচ্ছে যে আমার বাবা দেশের জন্য লড়াই করে শহীদ হয়েছেন, দেশের শত্রুদের মেরে দেশকে বাঁচিয়েছেন।”

MOGA

এরপর নিজের ভবিষ্যতের লক্ষ্য প্রসঙ্গে সে বলে,''পাকিস্তানকে পুরোপুরি শেষ করে দেওয়া উচিত। আমি আমার বাবার মতোই একজন সৈনিক হতে চাই। আমি বাবার মৃত্যুর প্রতিশোধ নেব। এক এক করে ওদের শেষ করব।”