/anm-bengali/media/media_files/2025/05/07/vXOiaaFzF0WwDhrmLb3Y.png)
File Picture
নিজস্ব সংবাদদাতা: মক ড্রিলের পাশাপাশি ব্ল্যাকআউটও অভ্যাস করানো হল রাজধানীর বাসিন্দাদের। যেকোনও সময় পরিস্থিতি বদলাতে পারে। অন্তত ভারতের প্রত্যাঘাতের পর এখন রীতিমতো তেলেবেগুনে ফুটছে পাকিস্তান। তারা ফের আক্রমণ চালাতে পারে এই আশঙ্কায় সাধারণ নাগরিকদের প্রস্তুত করছে প্রশাসন। তেমনই এক প্রস্তুতি দেখা গেল ব্ল্যাকআউট পরিস্থিতি তৈরি করে।
এবার দিল্লির পর বিজয় চকে নামলো অন্ধকার। তবে প্রায় ঘণ্টাখানেক পরই ধীরে ধীরে আলো জ্বলে উঠলো সেখানে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মক ড্রিলের অংশ হিসেবে এই ব্ল্যাকআউট বলে জানা যাচ্ছে।
#WATCH | Lights turn back on gradually at Vijay Chowk in Delhi following the blackout, as part of the mock drill ordered by the MHA. pic.twitter.com/7GJ5FFVgnI
— ANI (@ANI) May 7, 2025
/anm-bengali/media/post_attachments/257e5059-a9b.png)
ব্ল্যাকআউটের পর দিল্লির রাষ্ট্রপতি ভবনেও আলো জ্বলে উঠলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মক ড্রিলের অংশ হিসেবে সেখানেও নেমেছিল অন্ধকার।
#WATCH | Lights turn back on at Rashtrapati Bhavan in Delhi following the blackout, as part of the mock drill ordered by the MHA. pic.twitter.com/82H3txVBcn
— ANI (@ANI) May 7, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us