মহুয়ার বিরুদ্ধে বুলেটের গতিতে CBI ব্যবস্থা, বলছেন সাংসদ

হল না শেষ রক্ষা, মহুয়া মৈত্রের সম্পর্কে প্রাথমিক অনুসন্ধান শুরু করে দিল সিবিআই।

author-image
SWETA MITRA
New Update
mahuaaaa.jpg

নিজস্ব সংবাদদাতাঃ 'ক্যাশফরকোয়েরি' মামলায়তৃণমূলসাংসদমহুয়ামৈত্রের (Mahua Moitra) বিরুদ্ধেসিবিআইতদন্তশুরুকরে দিয়েছে। এদিকে এই বিষয়প্রসঙ্গে তৃণমূলের পর বড় মন্তব্য করলেনবিএসপিসাংসদদানিশআলি (Danish Ali)। তিনিবলেন, "এইদেশেকিছুতুচ্ছঅভিযোগেরভিত্তিতেবুলেটেরগতিতেব্যবস্থানেওয়াহয়।মহুয়ামৈত্রেরবিষয়টিসংসদেরনৈতিকতাকমিটিরকাছেছিল, এমনকিসেখানেওতারকথাশোনাযায়নি।এটাঅনুভবকরাহয়যেযদিকোনওনির্দিষ্টব্যক্তিরবিরুদ্ধেআওয়াজউত্থাপিতহয়তবেসেইকণ্ঠটিনীরবকরারসমস্তপ্রচেষ্টাকরাহবে।কিন্তুদেশএটাসহ্যকরবেনা।“