গুরুদ্বার প্রাঙ্গণে নাচ-গান, মদ-মাংস অনুষ্ঠান, চরম শোরগোল

 গুরুদ্বার প্রাঙ্গণে অনৈতিক অনুষ্ঠানের বিষয়ে মন্তব্য করেছেন, হরপ্রীত সিং।

author-image
Aniket
20 Nov 2023
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতা: পাকিস্তানের করতারপুর সাহেব গুরুদ্বার প্রাঙ্গণে অনৈতিক অনুষ্ঠানের বিষয়ে বিজেপি নেতা মনজিন্দর সিং সিরসার দাবিকে কেন্দ্র করে শোরগোল শুরু হয়েছে। এবার এই বিষয়ে মন্তব্য করেছেন তখত দমদমা সাহেবের জথেদার জিয়ানি হরপ্রীত সিং। তিনি বলেছেন, "এটা সত্যিই দুর্ভাগ্যজনক। পাকিস্তান সরকারের জানা উচিত যে করতারপুর সাহেব গুরুদ্বার আমাদের উপাসনার স্থান। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত”। 

hiring 2.jpeg