BREAKING: এগিয়ে এল ঘূর্ণিঝড় ডানা!

ডানা নিয়ে নতুন আপডেট।

author-image
Anusmita Bhattacharya
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতা: ডানা পূর্ব উপকূলের কাছাকাছি এগিয়ে এসেছে বলে খবর। 

পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি আজ ভারতীয় সময় সকাল সাড়ে ৫টা পর্যন্ত ঘূর্ণিঝড় দানায় পরিণত হয়েছে। ওড়িশার পারাদীপ থেকে প্রায় 560 কিমি দক্ষিণ-পূর্বে অবস্থিত, ঝড়টি বর্তমানে 18 কিমি/ঘন্টা বেগে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। পূর্বাভাস ইঙ্গিত দেয় যে DANA 24 অক্টোবর ভোরের মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি 24 অক্টোবর রাত থেকে 25 অক্টোবর সকালের মধ্যে পুরী এবং সাগর দ্বীপের মধ্যে স্থলভাগে আছড়ে পড়তে পারে বলে আশা করা হচ্ছে। বাতাসের গতিবেগ 100-110 কিমি/ঘণ্টা এবং ঝোড়ো হাওয়ার সাথে 120 কিমি/ঘন্টা পর্যন্ত।