New Update
/anm-bengali/media/media_files/l0bL6jldeLjOLmRJIvmC.jpg)
নিজস্ব সংবাদদাতা: আর জি কর কাণ্ডে উত্তেজনার মাঝেই পড়শি রাজ্য বিহারে এক পুকুরের পাশ থেকে উদ্ধার হল এক দলিত কিশোরীর অর্ধ নগ্ন মৃতদেহ। তাঁর গোপনাঙ্গে ৫০বারেরও বেশি ছুরি দিয়ে আঘাতের অভিযোগ। পুলিশের অনুমান, ধর্ষণ করে খুন হয়েছে কিশোরী।
/anm-bengali/media/media_files/S7X5K5Ci943kPNuCpQT0.jpg)
ঘটনাটি মুজাফ্ফরপুরের ছাপড়া গ্রামের। জানা গিয়েছে, গত রবিবার থেকেই নিখোঁজ ওই কিশোরীকে খোঁজাখুঁজি করেও পাওয়ায় পরিবার পুলিশের দ্বারস্থ হয়।
/anm-bengali/media/media_files/tq18WpOXsYmL6ej3JTeE.jpeg)
এদিকে গত সোমবার ভোরে স্থানীয় এক বাসিন্দা গবাদি পশুর জন্য খড় কাটতে গেলে ধানক্ষেতে গোছা গোছা ছেঁড়া চুল ও রক্ত দেখে। এরপরই পুকুরের পাশে কিশোরীর রক্তাক্ত দেহ পাওয়া যায়। দেহে একাধিক আঘাতের চিহ্ন ছাড়াও গোপনাঙ্গ ক্ষত-বিক্ষত হয়ে রয়েছে।
/anm-bengali/media/media_files/F8WbTVV6iGm1Swi34e14.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us