বাজারে পাওয়া যাচ্ছে না ডাল !

চাহিদা আছে, কিন্তু বাজারে যোগান নেই ডালের। ফলে ডালের দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা বাড়ছে। ডালের দাম যাতে না বাড়ে, তার জন্য বাফার স্টক থেকে তুর ডালের যোগান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। 

author-image
Ritika Das
New Update
tur dal.jpg

ফাইল চিত্র 

নিজস্ব সংবাদদাতা: দেশে এখন সব জিনিসের দাম বাড়ছে। জ্বালানি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস, সর্ব ক্ষেত্রেই হয়েছে মূল্যবৃদ্ধি। সম্প্রতি দেশীয় বাজারে ডালের যোগান কমেছে। কিন্তু চাহিদা সেই তুলনায় অনেক বেশি। এই অবস্থায় পর্যাপ্ত যোগান না থাকলে ডালের দাম বাড়বে। 

সেই কারণে দেশীয় বাজারে আমদানি স্টক না আসা পর্যন্ত বাফার স্টক থেকে তুর ডালের যোগান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।