লোকসভা নির্বাচন, প্রার্থী তালিকা ঘোষণা বড় দলের, জানা গেল বড় খবর

খুব শীঘ্রই লোকসভা নির্বাচন হতে চলেছে। এই বিষয় নিয়ে বড় খবর জানালেন কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ।

author-image
Probha Rani Das
New Update
cng jairam .jpg

নিজস্ব সংবাদদাতাঃগুজরাটের দোহাদে কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ বলেছেন, “স্মৃতি ইরানি যাই বলুক না কেন, আমাদের একটা পদ্ধতি আছে। বৈঠক হবে, আলোচনা হবে, তারপর প্রার্থী তালিকা বেরিয়ে আসবে। আমার বিশ্বাস, গতকালের বৈঠকে যে রাজ্যগুলির প্রার্থী ঘোষণা নিয়ে আলোচনা হয়েছে, তা আজ হোক বা কালকের মধ্যে হবে। রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী কোথা থেকে নির্বাচনে লড়বেন, তা ঠিক করবেন মুখ্য নির্বাচন কমিশন। 

Add 1

স্ব

স

Addd 3