DA নিয়ে GOOD NEWS! বেতন বাড়বে ৯,০০০ টাকা

একদিকে যেখানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা মহার্ঘ্য ভাতার দাবিতে আন্দোলন করছে অন্যদিকে কেন্দ্রীয় সরকার আরো একটি সুখবর দিল এই ভাতাকে কেন্দ্র করে। পড়ে নিন এখানে।

author-image
Anusmita Bhattacharya
New Update
500money

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: ২০২৩ সালের শুরুটা বেশ ভালই হয়েছে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য। বছরের প্রথমের দিকেই মহার্ঘ্য ভাতা বাড়ানো হয়। এরপর আবার আগামী ২ মাস চমত্‍কার হতে চলেছে কর্মীদের। ২০২৩ সালের জুলাই মাসে মহার্ঘ্য ভাতা বৃদ্ধির কথা জানা গেছে। এবারও মহার্ঘ্য ভাতা ৪ শতাংশ বাড়বে বলে নিশ্চিত করা হয়েছে। সপ্তম বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে এই মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে। জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ডিএ বৃদ্ধি পায়। এরপর জুলাই মাসে আবার ডিএ বৃদ্ধি পেতে চলেছে। এখন জুলাই মাসে সরকার ডিএ বাড়াবে, কিন্তু তার আগেই খবর আসছে কর্মচারীদের প্রাপ্ত ডিএ ৪২ শতাংশ থেকে বেড়ে ৫০ শতাংশ হচ্ছে। 

সরকারের এই সিদ্ধান্তের পর সরাসরি বেতন বেড়ে যাবে ৯০০০ টাকা। নিয়ম অনুযায়ী, মহার্ঘ্য ভাতা ৫০ শতাংশে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তা শূন্যে নামিয়ে আনা হবে এবং ৫০ শতাংশ অনুযায়ী কর্মচারীরা ভাতা হিসেবে যে টাকা পাবেন তা মূল বেতনের সঙ্গে যুক্ত করা হবে।