‘নিজেরা ঠিক না থাকলে, বিজেপি বাইরে থেকে উড়িয়ে দেবে!’

বিজেপি বিরোধীরা যেন এক হয়েও এক নন।

New Update
india addllianceee.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: লোকসভা নির্বাচনের আর হাতে গোনা কয়েক মাস। তারপরই দেশের হাইভোল্টেজ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর তার আগে ইন্ডিয়া জোট যেন বিশবাঁও জলে। এক এক রাজ্যে দাবি উঠছে আসন রফা হবে না। যে তালিকায় যুক্ত হয়েছে পশ্চিমবঙ্গ, বিহার, পাঞ্জাবের নাম। ফলে স্বাভাবিক ভাবেই অন্যান্য রাজ্যেও উঠেছে প্রশ্ন। বিজেপি বিরোধীরা যেন এক হয়েও এক নন। মাঝে মাঝেই রয়ে গেছে বিভেদ। সেই জোট সম্পর্কে এবার মন্তব্য করলেন সিপিআই নেতা।

সিপিআই নেতা ডি রাজা বলেন, “এখন যখন আসন নিয়ে আলোচনা হয়, তখন ছোটখাটো দ্বন্দ্ব এবং দাবি থাকতে পারে। সবাই 'দেশ বাঁচাও, বিজেপি হটাও' এই বার্তাতে প্রতিশ্রুতিবদ্ধ। ছোটখাটো দ্বন্দ্ব থাকতেই পারে কিন্তু এটা লাগাতার চলা উচিত নয়। আমরা প্রত্যেকে অনুপাতের ভিত্তিতে এক না হলে বিজেপি বাইরে থেকে এসে উড়িয়ে দেবে। সেটা ভুলে গেলে চলবে না”।

 

স্ব

স

স