New Update
/anm-bengali/media/post_banners/8j8ExT4sWMMQ7Hx9gwDW.jpg)
নিজস্ব সংবাদদাতা: ঘূর্ণিঝড় মোচা (Cyclone Mocha) এবার কোথায় আছড়ে পড়তে পারে, তা নিয়ে নানা জল্পনা আর আতঙ্ক শুরু হয়েছে। কয়েক বছরে বঙ্গোপসাগরে (Bay of Bengal) যেভাবে একের পর এক ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে তাতে ভয় হওয়াটা স্বাভাবিক। তাই সবার মনে এখন একটাই প্রশ্ন, কোথায় আছড়ে পড়বে মোচা? কোথায় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে তার ভিত্তিতে চারটি রাজ্যকে সতর্ক (Alert) করা হয়েছে। এর মধ্যে আছে তামিলনাড়ু (Tamilnadu)। চেন্নাই এবং তার আশপাশে বঙ্গোপসাগরের উপর ঘূর্ণিঝড় সৃষ্টি হলে প্রবল বৃষ্টি হতে পারে চেন্নাইয়ে। অন্ধ্রপ্রদেশেও (Andhra Pradesh) জারি করা হয়েছে সতর্কতা। ওড়িশা (Odisha) ইতিমধ্যেই প্রস্তুতি নিচ্ছে। ওড়িশা ছাড়াও আরেকটি রাজ্যে মোচা আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে আর সেটি হল পশ্চিমবঙ্গ (West Bengal)।
/anm-bengali/media/media_files/x8nOOacR3MH4WGkqWCux.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us