শুরু মিগজাউমের তাণ্ডবলীলা, বিপদ বাড়ছে তামিলনাড়ুর

তামিলনাড়ুতে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে মিগজাউমের তাণ্ডবলীলা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
tamilnadu cyclone.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ঘূর্ণিঝড় মিগজাউম গতকাল মাঝ রাত থেকেই দেখাচ্ছে তার তাণ্ডব। যত ঘূর্ণিঝড়ের কেন্দ্র স্থল প্রবেশ করছে স্থল ভাগে ততোই যেন ভয়ঙ্কর হয়ে উঠছে পরিস্থিতি। তামিলনাড়ুতে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে মিগজাউমের তাণ্ডবলীলা। চেন্নাইয়ের আমবাত্তুর এলাকার কাছে গাছ উপড়ে পড়ায় রাস্তা একেবারে বন্ধ হয়ে গেছে। পুরকর্মীরা এই গাছের ডাল কেটে রাস্তা পরিষ্কারের কাজে নেমেছে।

অন্যদিকে চেন্নাইতে ক্রমাগত ভারী বৃষ্টির ফলে শহরের বেশ কিছু অংশ জলের তলায় চলে গিয়েছে ইতিমধ্যেই। অশোক নগর এলাকার একাধিক এলাকা এখন জলমগ্ন।

hiren