নিজস্ব সংবাদদাতা: বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বৃদ্ধি করছে ঘূর্ণিঝড় ফেনজল। গত ছয় ঘণ্টা ধরে ১৩ কিমি প্রতি ঘণ্টা বেগে উপকূলের দিকে এগিয়ে আসছে ফেনজল। আবহাওয়া দফতরের দেওয়া শেষ আপডেট বলছে যে সকাল সাড়ে ৫টা নাগাদ ফেনজল ত্রিনকোমালি থেকে ১৩০ কিমি দূরে অবস্থা করছিল।
নাগাপট্টিনাম থেকে ৪০০ কিমি, পুদুচেরি থেকে দক্ষিণপূর্বে ৫১০ কিমি এবং চেন্নাই থেকে বর্তমানে ৫৯০ কিমি দূরে আছে এটি। আইএমডির তথ্য বলছে যে ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল করতে পারে শুক্রবার ২৯ নভেম্বর। এটির ল্যান্ডফল হতে পারে তামিলনাড়ুর দক্ষিণ-পূর্ব উপকূলে। তামিলনাড়ু এবং পুদুচেরীতে ঘূর্ণিঝড় ফেনজলের সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে বলে জানা গিয়েছে। তামিলনাড়ু, পুদুচেরী, অন্ধ্রপ্রদেশের উপকূলে ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল বৃষ্টি হতে পারে।