ঘূর্ণিঝড় ডানা- রাতেই বড় তথ্য জানানো হল

কি জানানো হল ঘূর্ণিঝড় ডানা নিয়ে?

author-image
Aniket
New Update
cyclone (1)

File Picture

নিজস্ব সংবাদদাতা: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডানা। বৃহস্পতিবার শেষরাত ও শুক্রবার ভোররাতের মধ্যে ওড়িশায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় ডানা। ঘূর্ণিঝড় ডানা সম্পর্কে, এবার ভুবনেশ্বর ডিজি ফায়ার সার্ভিস, ডাঃ সুধাংশু সারঙ্গি তাদের প্রস্তুতির তথ্য রাতেই জানিয়ে দিয়েছেন।

তিনি বলেছেন, "আমরা ঘূর্ণিঝড়ের জন্য পুরোপুরি প্রস্তুত। আমাদের ওড়িশার ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের ১৮২ টি দল রয়েছে যা প্রায় ২০০০ জন। আমরা ক্ষতিগ্রস্ত ১৪ টি জেলাকে কভার করব। আমাদের এনডিআরএফ-এর ২০ টি দল আছে। আমাদের রাজ্য বিপর্যয় বাহিনীর ৪০০ জন কর্মী রয়েছে। আমরা বন বিভাগ থেকে কিছু দল সংগ্রহ করেছি"। ঘূর্ণিঝড় ডানা নিয়ে আতঙ্ক বাড়ছে।

Adddd

. . . . .