অপ্রত্যাশিত ভাবে দিক বদল করছে সাইক্লোন ডানা- এই মুহূর্তের বড় আপডেট আবহাওয়াবিদদের তরফে- বিস্তারিত বোঝাতে রইল ভিডিও

অপ্রত্যাশিত ভাবে দিক বদল করছে সাইক্লোন ডানা।

author-image
Aniket
New Update
k

File Picture

নিজস্ব সংবাদদাতা: সাইক্লোন ডানা এগিয়ে আসছে নিজ গতিতে। যেকোনো মুহূর্তে আছড়ে পড়বে ভূমিভাগে। বর্তমানে স্থলভাগ থেকে ৯০ কিলোমিটার দূরে রয়েছে সাইক্লোন ডানা। ল্যান্ডফলের সময় ১০০ থেকে ১২০ কিলোমিটার বেগে আছড়ে পড়বে সাইক্লোন। তবে এবার আবহাওয়াবিদদের তরফে ট্যুইট করে বড় আপডেট দেওয়া হয়েছে। তারা জানিয়েছে, অপ্রত্যাশিত ভাবে দিক বদল করছে সাইক্লোন ডানা।

c

ট্যুইট করে বলা হয়েছে, "মাত্র একটি দ্রুত আপডেট গুরুতর ঘূর্ণিঝড় ডানা, ১২০ কিমি প্রতি ঘণ্টার বাতাসে ভর করে ওডিশা ও পশ্চিমবঙ্গের উপকূলের দিকে অগ্রসর হচ্ছে৷ কিন্তু এটা এখনই জিনিস নয়, আসলে ঘূর্ণিঝড়টি অপ্রত্যাশিতভাবে উত্তর দিকে চলে যাচ্ছে। কিন্তু তারপরও আমরা বিশ্বাস করি যে এটি শীঘ্রই উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে চলেছে"।