নিজস্ব সংবাদদাতা: সাইক্লোন ডানা নিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহের সঙ্গে ফোনে কথা বললেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। তিনি ট্যুইট করে সেই ভিডিও পোস্ট করেছেন।
/anm-bengali/media/post_attachments/518cdc5d-1bd.png)
তিনি বলেছেন, "প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী অমিত শাহ টেলিফোনে বিস্তারিত আলোচনা করেছি। আমি সম্ভাব্য ঝড় মোকাবেলায় গৃহীত নিরাপত্তা ব্যবস্থা যেমন নিরাপত্তা বাহিনী মোতায়েন, NDRF, ODRAF ইত্যাদি, ত্রাণ, সরিয়ে নেওয়ার পদ্ধতি ইত্যাদি সম্পর্কে তথ্য দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী রাজ্য সরকারের প্রস্তুতি ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজনে সব ধরনের সাহায্য ও সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন। ওড়িশা এবং ওড়িশার জনগণের নিরাপত্তার জন্য উদ্বেগ দেখানোর জন্য আমি প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাই"। উল্লেখ্য, সাইক্লোন ডানা ক্রমশ স্থলভাগে আছড়ে পড়বে যেকোনো মুহূর্তে। যার ফলে আশঙ্কা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।