Cyclone: উত্তাল হবে সমুদ্র, ১১, ১২ তারিখ সাবধানে থাকুন

সাইক্লোন বিপর্যয় দ্রুত গতিতে ধেয়ে আসছে। আর এই সাইক্লোনের প্রভাব সরাসরি ভারতে নাও পড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

author-image
SWETA MITRA
New Update
cyclone biparjoy.jpg

নিজস্ব সংবাদদাতাঃ তীব্র গতিতে ধেয়ে আসছে সাইক্লোন ‘বিপর্যয়’ (Cyclone Biparjoy)। এদিকে এই ঘূর্ণিঝড়ের প্রভাব কোথায় কোথায় পড়তে পারে সেই নিয়ে বড় দাবি করল ভারতীয় আবহাওয়া দফতর বা আইএমডি। হাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে, এই ঘূর্ণিঝড় বিপর্যয়ের জেরে ১১ ও ১২ জুন গুজরাটের উপকূলীয় অঞ্চলে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে।  আরব সাগরে 'অতি প্রবল ঘূর্ণিঝড়ে' পরিণত হওয়া ঘূর্ণিঝড় বিপর্যয় যখন উত্তর দিকে অগ্রসর হচ্ছে, তখন ভারতীয় আবহাওয়া দফতরের (আইএমডি) বুলেটিনে বলা হয়েছে, শুক্রবার থেকে গুজরাটে প্রবল হাওয়া ও বজ্রপাত হতে পারে। আইএমডির বুলেটিনে আরও বলা হয়েছে, গোয়া থেকে প্রায় ৮৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত বিপারজয় উত্তর দিকে অগ্রসর হওয়ার সাথে সাথে আরও তীব্র হতে পারে এই ঘূর্ণিঝড়টি। বুলেটিনে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি ভারতে আঘাত হানার সম্ভাবনা নেই এবং এটি আরব উপদ্বীপের দিকে অগ্রসর হতে পারে।