New Update
/anm-bengali/media/media_files/G0Py4WLiF1mzDWY1e5Ty.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যে বেড়েছে সাইবার আক্রমণের পরিমাণ। তাই সদা সর্বদা সতর্ক থাকছে সাইবার শাখার বিশেষ দল।
/anm-bengali/media/post_attachments/krazytech.com/wp-content/uploads/Cyber-Crime.jpg?fit=654%2C372&ssl=1)
এই আবহেই সাউথ ওয়েস্টএর ডিসিপি রোহিত মীনা জানিয়েছেন যে, সাইবার দক্ষিণ পশ্চিম জেলায় বিভিন্ন সাইবার অপরাধে অভিযুক্ত ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, এক সপ্তাহব্যাপী বিশেষ সাইবার অপারেশনের অধীনে একাধিক দল বিভিন্ন রাজ্যে একাধিক অভিযান চালাচ্ছে। সূত্র মারফত জানা গিয়েছে যে,জ অনলাইন স্টক মার্কেট ইনভেস্টমেন্ট, টেলিগ্রামের মাধ্যমে ঘরে বসে কাজের সুযোগ, জাল কাস্টমার কেয়ার নম্বর, ৯৯ একর অ্যাপ এবং কুইকার অ্যাপ এবং ড্রাইভট্র্যাক প্লাস কার্ডের মাধ্যমে জালিয়াতি করা হয়েছে।
/anm-bengali/media/post_attachments/c7084208b8c2202e38c1911b85e872d23c5abc1269644926362a1e27b0abcbf2.jpg?im=FitAndFill=(1200,900))
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us