ফের সাইবার হানার চেষ্টা পাকিস্তানের, রুখে দিল ভারত

দেশের নিরাপত্তার জন্য বিপজ্জনক হতে পারে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Cyber Attack

File Picture

নিজস্ব সংবাদদাতা: এই নিয়ে টানা তিনবার। ফের সাইবার হানার চেষ্টা পাকিস্তানের। ‘পাকিস্তান সাইবার ফোর্স’ নামে পরিচিত এক হ্যাকার গোষ্ঠী ভারতের প্রতিরক্ষা সংস্থাগুলোর বিরুদ্ধে সাইবার হামলার দাবি করেছে। সংগঠনটি জানিয়েছে, তারা ইন্ডিয়ান মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস, মনোহর পারিকর ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিস (MP-IDSA)-সহ একাধিক গুরুত্বপূর্ণ ওয়েবসাইট হ্যাক করে সংবেদনশীল তথ্য সংগ্রহ করার চেষ্টা করে।

‘পাকিস্তান সাইবার ফোর্স’ তাদের X (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পোস্ট করে দাবি করেছে, তারা ভারতের প্রতিরক্ষা সংস্থার লগইন শংসাপত্র ও ব্যক্তিগত কর্মী তথ্য হস্তগত করেছে। এই তথ্যের মধ্যে রয়েছে প্রতিরক্ষা কর্মীদের গোপন ডেটা, যা দেশের নিরাপত্তার জন্য বিপজ্জনক হতে পারে”।

cyber

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে অভ্যন্তরীণ সূত্রে খবর, সাইবার নিরাপত্তা এজেন্সিগুলি জরুরি ভিত্তিতে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে কিছু লগইন ডেটা এবং ওয়েবসাইটে আপোসের ইঙ্গিত পাওয়া গেছে।

তবে বারবার পাকিস্তান কেন ভারতে সাইবার হানা করছে, তা ভাবাচ্ছে গোয়েন্দাদের।