রাজ্যে পরপর ৩টি ব্লাস্ট! ভেঙে পড়লেন রাজ্যপাল

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যিনি বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে মধ্যপ্রদেশে পৌঁছেছেন, বিস্ফোরণ ইস্যুতে কেরালার মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছেন।

author-image
SWETA MITRA
New Update
ananda

নিজস্ব সংবাদদাতাঃ কেরালার এর্নাকুলামের কালামাসেরির একটি কনভেনশন সেন্টারে প্রার্থনা সভার সময় তিনটি বিস্ফোরণ ঘটে। কনভেনশন সেন্টারে যিহোবার সাক্ষীদের প্রার্থনা চলছিল। এই বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে এবং ৩৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের চিকিৎসা চলছে হাসপাতালে। এদিকে এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। তিনি আজ এক টুইট বার্তায় লেখেন, ‘কোচিরকালামাসেরিতেযিহোবারসাক্ষীদেরসমাবেশেবিস্ফোরণেরকথাশুনেআমিমর্মাহত।নিরীহহতাহততাদেরপরিবারেরপ্রতিসমবেদনাজানাচ্ছি।এইমর্মান্তিকঘটনায়আহতদেরদ্রুতআরোগ্যকামনাকরছি।‘