/anm-bengali/media/media_files/utkXBf3rbr8fanR9ke1G.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ কেরালার এর্নাকুলামের কালামাসেরির একটি কনভেনশন সেন্টারে প্রার্থনা সভার সময় তিনটি বিস্ফোরণ ঘটে। কনভেনশন সেন্টারে যিহোবার সাক্ষীদের প্রার্থনা চলছিল। এই বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে এবং ৩৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের চিকিৎসা চলছে হাসপাতালে। এদিকে এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। তিনি আজ এক টুইট বার্তায় লেখেন, ‘কোচিরকালামাসেরিতেযিহোবারসাক্ষীদেরসমাবেশেবিস্ফোরণেরকথাশুনেআমিমর্মাহত।নিরীহহতাহতওতাদেরপরিবারেরপ্রতিসমবেদনাজানাচ্ছি।এইমর্মান্তিকঘটনায়আহতদেরদ্রুতআরোগ্যকামনাকরছি।‘
Distressing to hear about the blasts in Kalamassery, Kochi at the Jehovah’s Witnesses gathering. Thoughts are with the innocent victims and their families. Praying for the quick recovery of those injured in this tragic event.
— Governor of West Bengal (@BengalGovernor) October 29, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us