কাস্টমস-এর জোড়া সাফল্য, হাতে এল বহুমূল্যের সম্পত্তি

ভারত-ভুটান সীমান্ত থেকে এই সোনার বিস্কুট উদ্ধার করা হয়।

New Update
GFI1UgkbsAAXo-z.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: জোড়া সাফল্য এল তদন্তে। কাস্টমস উদ্ধার করল বহুমূল্যের সম্পত্তি। যা জানা যাচ্ছে, গুয়াহাটি কাস্টমস, সীমান্ত থেকে উদ্ধার করেছে ১০৩টি সোনার বিস্কুট। যার আনুমানিক ওজন ২.৬০ কেজি এবং বাজারি মূল্য ১ কোটি ৩২ লক্ষ টাকা। আসামের দারাঙ্গা এলসিএসের কাছে ভারত-ভুটান সীমান্ত থেকে এই সোনার বিস্কুট উদ্ধার করা হয়। এছাড়াও বিদেশী মুদ্রা ২ লক্ষ ২৭ হাজার টাকা এবং ভারতীয় মূল্য ১ লক্ষ ১২ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় গুয়াহাটি কাস্টমস গ্রেফতার করেছে তিনজন অভিযুক্তকে।

 

অন্যদিকে, কেরালার কালিকট আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস অফিসাররা একজন যাত্রীর চেক-ইন ব্যাগেজ আটক করে সেখান থেকে ৭টি রূপার চামচ বাজেয়াপ্ত করে। এছাড়াও আনুমানিক ২৫০ গ্রাম ওজনের ৩টি এল-আকৃতির চাবি উদ্ধার করে যার মধ্যে সোনা ভরে পাচার করা হচ্ছিল বলে সূত্রের খবর। দু’ক্ষেত্রেই বড় সাফল্য এসেছে বলে জানা যাচ্ছে।

 

স্ব

স

স