অভিশপ্ত ইজরায়েল ! ঘরে ফিরলেন ৮ ভারতীয়

হামাসের নেতৃত্বে ফিলিস্তিনী সশস্ত্র গোষ্ঠীগুলো ৭ই অক্টোবর গাজা উপত্যকা থেকে ইসরায়েলের বিরুদ্ধে একটি বড় আকারের আক্রমণ শুরু করেছিল। হামাস একে অপারেশন আল-আকসা ফ্লাড নামে অভিহিত করেছিল।

author-image
Adrita
New Update
s

নিজস্ব সংবাদদাতাঃ ইসরায়েল এবং প্যালেস্টাইনের সংঘাতের জেরে সমস্যায় রয়েছে সে দেশে বসবাসকারী বহু ভারতীয়। তবে ভারত সরকার এবং ইজরায়েলের সরকারের সহযোগিতায় ভারতের 'অপারেশন অজয়' এর দরুণ এখনও পর্যন্ত বহু প্রবাসী ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা গিয়েছে। 

hiring.jpg

এই অবস্থায় তামিলনাড়ুর মাদুরাইতে,কালেক্টর এম এস সঙ্গীতা ৮ জন মাদুরাইবাসীকে রাজ্যে ফিরিয়ে নিয়ে এসেছেন। 

hiring 2.jpeg