দ্রুতগতিতে চলছে উদ্ধারকাজ,পৌঁছেছে NDRF টিম ! কি পরিস্থিতি এখন সোনভদ্রায় ?

কি পরিস্থিতি এখন ?

author-image
Debjit Biswas
আপডেট করা হয়েছে
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা :  উত্তর প্রদেশের সোনভদ্রা (Sonbhadra) জেলায় গতকাল (১৫ নভেম্বর) একটি পাথর খাদানে ধস (stone mine collapsed) নামার ঘটনা ঘটেছে। এই ঘটনায় একাধিক শ্রমিক ভেতরে আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকেই উদ্ধারকাজ শুরু হয়েছে।

ndrf.jpg

খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে দ্রুত পৌঁছেছে উত্তর প্রদেশ পুলিশ, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF)-এর দল। এখনও পর্যন্ত একটি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। অন্যান্য আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারের জন্য জোরকদমে উদ্ধার অভিযান চলছে।