New Update
/anm-bengali/media/media_files/oJB2HgEXmUC6BrXAn05c.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ২০২৩ সালের বিশ্বকাপ প্রায় শেষের পথে। ফাইনাল ম্যাচে মুখোমুখি হতে প্রস্তুত ভারত ও অস্ট্রেলিয়ার দল। ম্যাচটি হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। অস্ট্রেলিয়ার দল ফাইনালে উঠেছিল, আর টিম ইন্ডিয়া সমস্ত ম্যাচ জিতে ফাইনালে প্রবেশ করেছিল। এদিকে এই ম্যাচ শুরু আগে এবার টিম ইন্ডিয়ার মনোবল বাড়ালেন সিআরপিএফ জওয়ানরা। আজ রবিবার সিআরপিএফ (CRPF) জওয়ানরা জম্মুতে ভারতীয় ক্রিকেট দলের জন্য উল্লাস প্রকাশ করেছেন। 'জিতেগা ভাই জিতেগা, ভারত জিতেগা' স্লোগান দিতে দেখা গিয়েছে তাদের।
#WATCH | CRPF jawans cheer for Indian Cricket team in Jammu, chant 'Jeetega bhai jeetega, India jeetega'#ICCWorldCupFinal#INDvsAUSfinalpic.twitter.com/6TyKJFl0ML
— ANI (@ANI) November 19, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us