New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : আজ ছত্তিশগড়ের সুকমার জঙ্গলে এক বড়মাপের নাশকতার ছক বানচাল করলো সিআরপিএফ (CRPF)। আজ সুকমার জঙ্গলে তল্লাশি অভিযানে নিযুক্ত সিআরপিএফ (CRPF)-এর ৭৪তম ব্যাটালিয়নের E ও F কোম্পানির দলকে নিকেশ করার জন্য, নকশালরা ১০ কেজির একটি শক্তিশালী বিস্ফোরক (IED) পুঁতে রেখেছিল। তবে সময়মতো সিআরপিএফ (CRPF)-এর BDS (Bomb Disposal Squad) টিম সেই বিস্ফোরকটি সনাক্ত করে এবং সেটিকে সফলভাবে নিষ্ক্রিয় করে দেয়। এই অভিযানের মাধ্যমে এক বড়সড় ক্ষতিকে আটকানো সম্ভব হয়েছে বলে মনে করছেন বিশেষেজ্ঞরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us