ভারত-বাংলাদেশ সীমান্তে মানুষের ঢল—পরিস্থিতি যাচাইয়ে স্থলে যাবেন রাজ্যপাল

“বাস্তব পরিস্থিতি না দেখে মন্তব্য করব না; SIR প্রক্রিয়ায় অভিযোগ থাকলে দেখবে নির্বাচন কমিশন”— সি.ভি. আনন্দ বোস।

author-image
Aniket
New Update
Screenshot 2025-11-24 2.57.16 PM

নিজস্ব সংবাদদাতা: ভারত–বাংলাদেশ সীমান্তের দিকে মানুষের সম্ভাব্য ঢল ও অস্বাভাবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি.ভি. আনন্দ বোস। তিনি জানান, এ বিষয়ে নানা ব্যাখ্যা এবং বিশ্লেষণ পাওয়া গেলেও, তিনি নিজে সরেজমিনে গিয়ে পরিস্থিতি পর্যালোচনা না করা পর্যন্ত কোনো মন্তব্য করতে চান না।

রাজভবনে সাংবাদিকদের তিনি বলেন, “ভারত-বাংলাদেশ সীমান্তের দিকে মানুষের যাওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে নানা মতামত দেওয়া হচ্ছে। আমি নিজে ঘটনাস্থলে গিয়ে বাস্তব অবস্থা দেখে মনস্থির করতে চাই।”

তিনি আরও বলেন, সীমান্ত পরিস্থিতি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে প্রত্যক্ষ পরিদর্শন অত্যন্ত প্রয়োজনীয়।

SIR (Special Investigation Report) প্রসঙ্গে রাজ্যপাল বলেন, “SIR একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এর বাস্তবায়নের সময় কোনো অভিযোগ উঠলে তা দেখবেন নির্বাচন কমিশন। আমরা আশাবাদী— সবকিছুই ভালোভাবে সম্পন্ন হবে।”