New Update
/anm-bengali/media/media_files/chLU61JUgnqv27ml8fpd.png)
নিজস্ব সংবাদদাতা: কোচবিহারে বিজেপির সমর্থনে সংখ্যালঘুদের ভিড়। ভিডিও প্রকাশ করল বিজেপি।
/anm-bengali/media/post_attachments/d435024d-482.png)
যেখানে বলা হয়েছে, "কোচবিহার লোকসভার বিজেপি প্রার্থী নীতিশ প্রামাণিক। এর সমর্থনে দিনহাটায় সংখ্যালঘু ভাই বোনেরা উচ্ছাসের সঙ্গে প্রচার করছেন। মোদী জী'র হাত শক্ত করতে এবং তৃণমূলের অপশাসন থেকে বাংলাকে রক্ষা করতে দিকে দিকে বিজেপি প্রার্থীদের জয়যুক্ত করুন"। ফলে প্রশ্ন উঠছে, কোচবিহারে চাপে কি পড়বে তৃণমূল?
কোচবিহার লোকসভার বিজেপি প্রার্থী @NisithPramanik -এর সমর্থনে দিনহাটায় সংখ্যালঘু ভাই বোনেরা উচ্ছাসের সঙ্গে প্রচার করছেন।
— BJP West Bengal (@BJP4Bengal) March 30, 2024
মোদী জী'র হাত শক্ত করতে এবং তৃণমূলের অপশাসন থেকে বাংলাকে রক্ষা করতে দিকে দিকে বিজেপি প্রার্থীদের জয়যুক্ত করুন।#Vote4BJPpic.twitter.com/rBe3AXIOx6
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us