রাজ্যে ফের শ্যুট আউট, মৃত্যু দুজনের

একদিকে যখন ২৩ জুন বিরোধী দলগুলির বৈঠকের জন্য সেজে উঠেছে বিহার, ঠিক তখনই রাজ্যে শ্যুট আউটের ঘটনা ঘটল।

author-image
SWETA MITRA
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতাঃ ফের শ্যুট আউটের ঘটনা ঘটল বিহারে। জানা গিয়েছে, বিহারের (Bihar) দ্বারভাঙ্গায়কয়েকজন দুষ্কৃতীএকটিসাফারিগাড়িতেথাকাচারজনকেলক্ষ্যকরেগুলিচালায়। এই ঘটনায়ঘটনাস্থলেইজনমারাযায়এবংজনগুরুতর আহতহয়। ঘটনা প্রসঙ্গে দ্বারভাঙ্গার এসএসপি জানিয়েছেন,অনিলসিংএবংতারএকসহযোগীগুলিবিদ্ধহয়েমারাগিয়েছে।অনিলসিংএকজনঅপরাধীছিলএবংতারবিরুদ্ধেপুলিশেঅনেকমামলাদায়েরকরাহয়েছিল।পুলিশ ইতিমধ্যেঘটনাস্থলেপৌঁছেমৃতদেহময়নাতদন্তেরজন্যপাঠায়এবংআহতদেরদ্বারভাঙ্গামেডিকেলকলেজহাসপাতালেপাঠানোহয়।‘