কাপুরুষের মতো আচরণ করা বন্ধ করা উচিত ! রাহুল গান্ধীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা

কেন এই কথা বললেন বিজেপি নেতা ?

author-image
Debjit Biswas
New Update
Rahul Gandhi sad kl.jpg

নিজস্ব সংবাদদাতা : এবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে বেলাগাম আক্রমণ করলেন বিজেপি মুখপাত্র সি.আর.কেশবন। কংগ্রেস নেতা পবন খেরার দুটি ভোটার কার্ড ইস্যুকে কেন্দ্র করে তিনি বলেন,''রাহুল গান্ধীর সাহস করে একটি সাংবাদিক সম্মেলন ডেকে এই আশ্চর্যজনকভাবে ফাঁস হওয়া তথ্যের বিষয়ে পরিষ্কার করে বলা উচিত। রাহুল গান্ধী যদি হলফনামায় স্বাক্ষর করার বিষয়টি এড়িয়ে যাওয়ার মতো এই অভিযোগগুলিও  এড়ানোর চেষ্টা করেন, তাহলে তা কেবল রাহুল গান্ধীর নগ্ন সুবিধাবাদের কপট রাজনীতিকেই প্রকাশ করবে। ওনার কাপুরুষের মতো আচরণ করা বন্ধ করা উচিত।"

CR Kesavan h1.jpg