যোগী আদিত্যনাথের মন্তব্য নিয়ে সরব সিপিআই নেতা ডি. রাজা

“সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা ছড়ানোর উদ্দেশ্যেই এমন উস্কানিমূলক মন্তব্য,” — অভিযোগ ডি. রাজার।

author-image
Aniket
New Update
Screenshot 2025-10-20 12.49.46 PM

নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সাম্প্রতিক মন্তব্য ঘিরে প্রতিক্রিয়া জানালেন ভারতের কমিউনিস্ট পার্টির (CPI) নেতা ডি. রাজা। তিনি বলেন, “যোগী আদিত্যনাথ এমন উস্কানিমূলক বক্তব্যের জন্যই পরিচিত, যা ইচ্ছাকৃতভাবে সমাজের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভাজন ও উত্তেজনা সৃষ্টি করে।”

ডি. রাজা আরও বলেন, “এ ধরনের মন্তব্যকে গুরুত্ব না দেওয়াই শ্রেয়। জনগণের উচিত বুঝে নেওয়া— তিনি যে রাজনীতি করছেন, তা বিভাজনমূলক ও মেরুকরণের রাজনীতি।”

সিপিআই নেতা জানান, দেশের সামাজিক সম্প্রীতি ও ধর্মনিরপেক্ষ ঐক্য নষ্ট করার চেষ্টা এখন ক্রমেই বেড়ে চলেছে। তাই নাগরিকদের সচেতন থেকে শান্তি, সহাবস্থান ও ঐক্যের পক্ষে দাঁড়ানো উচিত।