ঘোষণা হয়ে গেল বিজেপির উপ রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ! দেখে নিন এইমুহূর্তের ব্রেকিং

দেখুন এইমুহূর্তের সবথেকে বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : আসন্ন উপ রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি তথা এনডিএ-র প্রার্থী হিসেবে মহারাষ্ট্রের রাজ্যপাল সি. পি. রাধাকৃষ্ণনের নাম ঘোষণা করা হল। আজ রবিবার বিজেপি-র জাতীয় সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী জে. পি. নাড্ডা এই ঘোষণা করেন। দক্ষিণের একজন প্রবীণ ও অভিজ্ঞ নেতাকে প্রার্থী করে বিজেপি এই নির্বাচনকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলল বলে মনে করা হচ্ছে।

maharashtra-new-governor-cp-radhakrishnan_202407778427