New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : আসন্ন উপ রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি তথা এনডিএ-র প্রার্থী হিসেবে মহারাষ্ট্রের রাজ্যপাল সি. পি. রাধাকৃষ্ণনের নাম ঘোষণা করা হল। আজ রবিবার বিজেপি-র জাতীয় সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী জে. পি. নাড্ডা এই ঘোষণা করেন। দক্ষিণের একজন প্রবীণ ও অভিজ্ঞ নেতাকে প্রার্থী করে বিজেপি এই নির্বাচনকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলল বলে মনে করা হচ্ছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/01/22/uFgF8UHmTzOIUy8A7X5B.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us