নির্বাচনের আগেই হতে পারে বড় খেলা ! অমিত শাহের সঙ্গে তড়িঘড়ি দেখা করলেন উপ রাষ্ট্রপতি পদপ্রার্থী সি পি রাধাকৃষ্ণণ

কেন শাহের কাছে গেলেন উপ রাষ্ট্রপতি পদপ্রার্থী সি পি রাধাকৃষ্ণণ ?

author-image
Debjit Biswas
New Update
amit shah TEHRIKs.jpg

নিজস্ব সংবাদদাতা : আর কিছুদিন পরেই অনুষ্ঠিত হতে চলেছে ভারতের উপ রাষ্ট্রপতি নির্বাচন। আর সেই নির্বাচনের আগেই এবার স্বরাষ্ট্রমন্ত্রী  অমিত শাহের সঙ্গে তড়িঘড়ি দেখা করলেন এনডিএ (NDA)-র উপ রাষ্ট্রপতি পদপ্রার্থী সি পি রাধাকৃষ্ণণ। আজ শনিবার নিউ দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। উপরাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার পর এই বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এই বৈঠকে নির্বাচন সংক্রান্ত বেশকিছু গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে থাকতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। 

maharashtra-new-governor-cp-radhakrishnan_202407778427