সিপি রাধাকৃষ্ণন এনডিএ’র উপ-রাষ্ট্রপতি প্রার্থী, নিরপেক্ষ থাকার আহ্বান এআইইউডিএফ নেতার

কি বললেন এআইইউডিএফ নেতা?

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-08-18 2.43.51 PM

নিজস্ব প্রতিনিধি: মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনকে এনডিএ’র তরফে উপ-রাষ্ট্রপতি পদপ্রার্থী ঘোষণা করা হয়েছে। এই প্রসঙ্গে অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট (AIUDF)-এর নেতা রফিকুল ইসলাম প্রতিক্রিয়া জানিয়েছেন।

তিনি বলেন, “এনডিএ-র হাতে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তাই তারা নিজেদের প্রার্থী নিয়ে এসেছে। তবে তাঁদের মনোনীত প্রার্থীর রয়েছে শক্তিশালী আরএসএস-ঘনিষ্ঠ পটভূমি। এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো, এমন দায়িত্বশীল পদে বসার পর তাঁকে নিরপেক্ষ থাকতে হবে।”

রফিকুল ইসলাম আরও যোগ করেন, “আমাদের জোট, ‘ইন্ডিয়া’ (INDIA), খুব শিগগিরই নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করবে। দেশের গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী শিবিরের পক্ষ থেকেও বিকল্প প্রার্থী থাকা জরুরি।”

রাজনৈতিক মহলে রাধাকৃষ্ণনের মনোনয়ন নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, তাঁর দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা ও সংগঠনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক উপ-রাষ্ট্রপতির পদে নতুন মাত্রা যোগ করবে। তবে বিরোধী শিবির তাঁকে নিরপেক্ষতার পরীক্ষায় কড়া নজরে রাখবে।