New Update
নিজস্ব সংবাদদাতা: লোকসভা নির্বাচনের পরেই গড়ে উঠবে নতুন সরকার। সংসদের নতুন অধিবেশন শুরু হবে জুলাই মাসে। তার আগেই সংসদ চত্বর সংস্কারের কাজ শুরু হয়েছে। নতুন সংসদ ভবন, পুরনো সংসদ ভবন, সংসদ ভবন অ্যানেক্স এবং সংসদীয় জ্ঞানপীঠ বা গ্রন্থাগার ভবনকে একই সীমানার মধ্যে নিয়ে আসা হচ্ছে।
সেই জন্যই সংসদ চত্বরে ছড়িয়ে-ছিটিয়ে থাকা যাবতীয় মূর্তি সরিয়ে একসঙ্গে রাখার কথা পরিকল্পনা হচ্ছে। মন্ত্রী-সাংসদদের যাতায়াতের সুবিধার কথা ভেবে ও নিরাপত্তার কথা ভেবে এই কাজ করা হচ্ছে।
পুরনো সংসদ ভবন ও অ্যানেক্স ভবনের মাঝে রয়েছে বাবাসাহেব আম্বেদকরের মূর্তি। মহাত্মা গান্ধীর ধ্যানমুদ্রায় বসে থাকা মূর্তিও রয়েছে সেখানে। তবে এই গান্ধী-মূর্তির স্থানান্তরের বিষয় নিয়ে এখনও পরিকল্পনা চলছে। রাজনৈতিক স্পর্শকাতর বিষয় বলে যথেষ্ট ভাবনাচিন্তা করে এগোনো হচ্ছে।
/anm-bengali/media/post_attachments/5e75210566bcc9b70bcd2bc23605eabe8fe733d0446dab1371aaaf2371a17bea.webp)
/anm-bengali/media/post_attachments/4dff0c2ae601a70b4800caca629a8403597dd5a42c76ed55871ca2470052311b.jpeg)
/anm-bengali/media/post_attachments/cc165d54c1f6cee696ce6d885c5610870af57ea810e4457ceff333deb2890192.jpeg)
/anm-bengali/media/post_attachments/2baff71d6262333cf5e4bf0790cba366284eefb38474e95ec379aa8493c29f53.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us