সকালের পর বিকেলে! ফের কেঁপে উঠলো দেশের মাটি

ফের ভূমকম্প আঘাত হানলো। কেঁপে উঠলো দেশের মাটি। আতঙ্ক।

author-image
Pallabi Sanyal
New Update
earth.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : ফের কম্পণ! সকালের পর বিকেলেও কাঁপলো দেশের মাটি। জোড়ালো ভূমিকম্প নেপালে। রিখটার স্কেলে মাত্রা ৪.৩। বিকেল ৫ টা ১৮ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। ফের কম্পণের জেরে আতঙ্ক ছড়িয়েছে।

hiren